আত্নার প্রশান্তির খাদ্য

১) আল্লাহকে সর্বদা ভয় করা, পাপ পূর্ন বিষয়ে নিজে সচেতন থাকা এবং পৃথিবীতে একজন মানুষ হিসাবে জীবনের কি উদ্দেশ্য তা ভালভাবে বুঝতে পারা।

২) বেশি বেশি ইবাদত, দোয়া ও তওবার মাধ্যমে আল্লাহর শরনাপর্ন হওয়া।

৩) জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর অসীম অনুগ্রহ ও দয়ার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা।

৪) নিজ স্বার্থ ও ভোগ বিলাস বিসর্জন দিয়ে একজন আদর্শ মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলা।

৫) অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এবং দরিদ্রকে সাহায্য করার মানসিকতা তৈরী করা।

৬) ক্রোধ, লোভ, হিংসা, স্বার্থপরতা ইত্যাদি খারাপ গুনগুলো থেকে নিজেকে মুক্ত করা।

http://prothom-aloblog.com/users/base/muslima/

Leave a comment