Archive for November, 2015

সুরা বাকারাহ শেষ ৩ আয়াত -অর্থ সহ

সুরা বাকারাহ শেষ ৩ আয়াত -অর্থ সহ
২৮৪- লিল্লাহি মা ফিস সামা ওয়াতি ওয়ামা ফিল আর দি ওয়া ইন তুব দু মা ফি আনফুসি কুম আও তুখফুহু ইউ’ হাসিব কুম বিহিল্লাহু ফা ইয়াগফিরু লি মাইয়্যাশা য়ু ওয়া ইউ আজঝিবু মাইয়াশা য়ু ওয়াল্লাহু আলা কুল্লি সায়্যিয়িন কাদির

যা কিছু আকাশসমূহে রয়েছে এবং যা কিছু যমীনে আছে, সব আল্লাহরই। যদি তোমরা মনের কথা প্রকাশ কর কিংবা গোপন কর, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন। আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান

২৮৫-আমানার রাসুলু বিমা উন ঝিলা ইলাইহি মির রাব্বি হি ওয়াল মু’ মিনুন। কুল্লু আমা না বিল্লাহি ওয়া মালা ইকাতিহি ওয়া কুতু বি হি ওয়া রসুলিহি লা নুফার রিকু বাইনা আহাদিম মির রাসুলিহি ওয়া ক ‘ লু সামিয়্যি না ওয়া আ’তা না গুফ রানা কা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির।

রসূল বিশ্বাস রাখেন ঐ সমস্ত বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমুহের প্রতি এবং তাঁর পয়গম্বরগণের প্রতি। তারা বলে আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোন তারতম্য করিনা। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা। তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে।

২৮৬- লা ইউ কাল্লিফুল্লাহু নাফ সান ইল্লা উস আ হা লা হা মা কাসাবাত ওয়া আলাইহা মাক তাসাবাত। রব্বানা লা’ তু’ খিজ না ইন্না সি না আও আখতানা রব্বানা ওয়া লা তাহ মিল আলাইনা ইস রান কামা হামাতাহু আলাল্লাজি না মিন কাব্লিনা রব্বানা ওয়ালা তু হাম্মিল না মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগ ফির লানা আন তা মাওলানা ফান ছুর না আলাল কাওমিল কাফেরিন।

আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।