প্রয়োজনীয় আরও ৪০ হাদিস – পর্ব ১

Permission taken from Source  http://prothom-aloblog.com/users/base/ahsanullahsumon

০১। নবী করিম (সাঃ) বলেছেন- যে পর্যন্ত কোন ব্যক্তির অন্তরে তার পিতা-মাতা, সন্তান-সন্ততি এবং সমস্ত মানব সমাজ হতে আমি অধিকতর প্রিয় না হই সে পর্যন্ত সেই ব্যক্তি পূর্ন ঈমানদার হইতে পারবে না।
০২। নবী করিম (সাঃ) বলেছেন – যে ব্যক্তি অন্য জাতিকে অনুসরন করে সে তাদেরই দলভুক্ত।
০৩। নবী করিম (সাঃ) বলেছেন- মুসলমানকে নিন্দা করা কবিরা গুনাহ।
০৪। নবী করিম (সাঃ) বলেছেন- যে ব্যক্তি মানুষকে কষ্ট দিবার জন্য খাদ্যসহ যাবতীয় জিনিসপত্র বেশী দামে বিক্রয়ের উদ্দেশ্যে গুদামজাত করিয়া রাখে আল্লাহ তায়ালা তাকে কষ্ট, রোগ ও দারিদ্রতার রোগে আক্রান্ত করিবেন।
০৫। নবী করিম (সাঃ) বলেছেন- যে ব্যক্তি আমার ৪০টি হাদিস আমার উম্মৎকে পৌঁছাইয়া দিবে কেয়ামতের দিন আমি তাহার জন্য খাছভাবে সুপারিশ করিব।
০৬। নবী করিম (সাঃ) বলেছেন- আযান ও ইকামতের সময় যে দোয়া চাওয়া হয় তা রদ হয় না।
০৭। নবী করিম (সাঃ) বলেছেন- যে জামাতের সহিত ঈশার নামায আদায় করে তাকে অর্ধরাত্রি ইবাদতের সওয়াব দেওয়া হয়। আর যদি সে ফজরের নামাযও জামাতের সহিত আদায় করল তাকে বাকি অর্ধেক রাত্রি ইবাদাতের সওয়াব দেওয়া হয়।
০৮। নবী করিম (সাঃ) বলেছেন- মাগরিবের নামাযের পর যে ব্যক্তি ছয় রাকাত নামায মন্দ কথা না বলে পড়ে তাহাকে ১২ বৎসর ইবাদতের সওয়াব দেওয়া হয়।
০৯। নবী করিম (সাঃ) বলেছেন- যে ব্যক্তিকে দ্বীনের কোন কথা জিজ্ঞাসা করিলে সে গোপন করে কেয়ামতের দিন তাহাকে আগুনের লাগাম পরান হইবে।
১০। নবী করিম (সাঃ) বলেছেন- যার বুকে কোরআনের কিছুই নাই সে যেন ধ্বংশ হওয়া ঘরের ন্যায়।
১১। নবী করিম (সাঃ) বলেছেন- যে কোরআন পড়িয়া ভুলিয়া যায় কেয়ামতের দিন সে আল্লাহর সহিত কান ও নাক কাটা অবস্থায় সাক্ষাৎ করিবে।
১২। নবী করিম (সাঃ) বলেছেন- বসিয়া থাকার মধ্যে সবচেয়ে উত্তম হল কেবলামুখী হইয়া বসা।
১৩। নবী করিম (সাঃ) বলেছেন- মুমিনকে চিনিবার উপায় এই যে, সে হবে দাতা ও সাদা সিধা দরনের লোক।
১৪। নবী করিম (সাঃ) বলেছেন- এক ঘন্টা আল্লাহ তায়ালার সৃষ্টি নিয়ে চিন্তা করা ৭০ বৎসরের ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠ।
১৫। নবী করিম (সাঃ) বলেছেন- যখন কোন বান্দা সেজদাতে থাকে তখন সে আল্লাহর অতি নিকটে থাকে। সুতরাং বেশী করিয়া দোয় চাও।
১৬। নবী করিম (সাঃ) বলেছেন- যে মদ পান করেন আল্লাহ তায়ালা তাহার ৪০ দিনের নামায কবুল করেন না।
১৭। নবী করিম (সাঃ) বলেছেন- যাহার দুই বিবি অথচ উভয়ের সাথে ন্যায় বিচার করে নাই কেয়ামতের দিন তাহার বাহু বিচ্ছিন্ন হইয়া যাইবে।
১৮। নবী করিম (সাঃ) বলেছেন- গরীব লোক ধনবান লোকদের চাইতে ৫০০ বৎসর আগে বেহেস্তে যাইবে আর ৫০০ বৎসর কেয়ামতের অর্ধ দিবসের সমান।
১৯। নবী করিম (সাঃ) বলেছেন- তোমাদের পিতা মাতার নিকট হতে ফিরিয়া যাইওয়া। যে পিতা মাতার নিকট হইতে ফিরিয়া যায় সে কাফেরে গন্য।
২০। নবী করিম (সাঃ) বলেছেন- তিনটি বিষয়ের জন্য আরববাসীকে ভালবাস। কেননা আমি আরববাসী, কুরআন আরবী ভাষায় এবং জান্নাতবাসীদের ভাষা আরবী।
২১। নবী করিম (সাঃ) বলেছেন- যে ব্যক্তি গরীব ও বিধবার সাহায্যে দৌড়ায় সে ঐ ব্যক্তির ন্যয় যে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দৌড়ায়।
২২। নবী করিম (সাঃ) বলেছেন- যে কেহ জুমুআর দিন ১ হাজার বার দুরুদ শরীফ পাঠ করিবে সে মৃত্যুর পূর্বে তাহার বাসস্থান বেহেস্ত দেখিয়া লইবে।
২৩। নবী করিম (সাঃ) বলেছেন- তোমরা কবর যিয়ারত করিও কারন ইহা মানুষকে মৃত্যু স্মরন করাইয়া দেয়।
২৪। নবী করিম (সাঃ) বলেছেন- আল্লাহ তায়ালা আমার সকল উম্মতকে ক্ষমা করিবেন কিন্তু যে সকল লোক বাহাদুরীর সহিত প্রকাশ্যে পাপ করে তাহাদিগকে ক্ষমা করিবেন না।
২৫। নবী করিম (সাঃ) বলেছেন- যে ব্যক্তি পিতা মাতা বা কোন একজনের কবর সপ্তাহে একবার জিয়ারত করে তাহার গুনাহ মাফ করিয়া দেওয়া হয় এবং বাধ্য সন্তান বলিয়া তাহার নাম লিখা হয়।
২৬। নবী করিম (সাঃ) বলেছেন- পেশাব সম্পর্কে খুব সতর্কতা অবলম্বন কর। কেন না অধিকতর কবরেরর আযাব ইহার জন্যই হইবে।
২৭। নবী করিম (সাঃ) বলেছেন- যে ব্যক্তি আমার উপর দুরুদ পড়া ভুলে গিয়েছে সে বেহেস্তের পথ ভুলিয়া গিয়াছে।
২৮। নবী করিম (সাঃ) বলেছেন- যাহারা স্ত্রী লোকদের পর্দায় রাখেনা বা পর্দায় রাখতে শাসন করে না এবং তাহাদিগকে কোন কুকার্য করিতে দেখিলেও মানা করেনা তাহারাই দাইউছ। দাইউছ বেহেস্তের সুগন্ধি কিছুই পাইবে না। তাহাকে ৫০০ বৎসর দূর হইতে দোযখে ফেলিয়া দিবে। তাহাদের জন্য বেহেস্ত হারাম।
২৯। নবী করিম (সাঃ) বলেছেন- যাহার অন্তরের মধ্যে সরিষা পরিমান অহংকার থাকিবে সে বেহেস্তে যাইবে না।
৩০। নবী করিম (সাঃ) বলেছেন- যেরুপ পানি দ্বারা শস্য উৎপাদন হয় সেরুপ গান বাজনা দ্বারা মানুষের মনে মোনাফেকী ও কপটতার বীজ অংকুরীত হয়।
৩১। নবী করিম (সাঃ) বলেছেন- যে উত্তমরুপে অযু করে তাহার সমস্ত গুনাহ শরীরর হইতে বাহির হইয়া যায়। এমননি নখর হইতেও বাহির হইয়া যায়।
৩২। নবী করিম (সাঃ) বলেছেন- আল্লাহর তায়ালার নিকট জামায়াতের নামায খুবই পছন্দনীয়।
৩৩। নবী করিম (সাঃ) বলেছেন- যে ব্যক্তি এলেমের একটি অধ্যায় এই নিয়তে শিক্ষা করিল যে, তদ্বারা লোকদিগকে শিক্ষা দিবে তাহাকে ৭০ জন শহিদের নেক দান করা হইবে।
৩৪। যে ব্যক্তি দ্বীনের এলেম দুনিয়া কামাইর উদ্দেশ্যে হাসিল করে কেয়ামতের দিন ঐ ব্যক্তি জান্নাতের গন্ধ ও পাইবে না।
৩৫। নবী করিম (সাঃ) বলেছেন- আলেকদের মুখ দর্শন করাও নেকের কাজ।
৩৬। নবী করিম (সাঃ) বলেছেন- যে গৃহে আল্লাহর যিকির হয় আকাশ হইতে ফেরেস্তারা তাকে এতই উজ্জল দেখেন, আমরা দুনিয়াবাসীরা আকাশের তারকারাশি যেমন উজ্জল দেখি।
৩৭। নবী করিম (সাঃ) বলেছেন- যাহাদের চেহারা দেখিলেই আল্লাহর কথা স্মরন হয় তাহারই আল্লাহর ওলী।
৩৮। নবী করিম (সাঃ) বলেছেন- যে আল্লাহর নিকট কিছু চায়না আল্লাহ তাহার প্রতি অসন্তুষ্ট থাকেন।
৩৯। নবী করিম (সাঃ) বলেছেন- দেহের জন্য যেরুপ মস্তক, দীনের জন্য সেরুপ নামায।
৪০। নবী করিম (সাঃ) বলেছেন- হারামের গন্ধ নাই এমন হালাল বস্তু যে ৪০ দিন খায় আল্লাহ তাহার দিলকে দীনের নূরে নূরানী করিয়া দেন এবং তাহার দিলে হেকমতের (জ্ঞানের) ঝর্না যারী করিয়া দেন।

আসুন আমরা যতটুকু পারি আমল করার চেষ্টা করি।

70 responses to this post.

  1. Posted by Abdullah Al Mamun Joni on July 24, 2010 at 5:06 am

    good

    Reply

  2. Posted by মোহাম্মদ ফয়সাল সিকদার on July 30, 2010 at 9:03 am

    হাদিস গুলী আমার অনেক ভাল লেগেছে । আর আমি চেষ্টা করব এগুলি আমার সহপাটিদের এবং অন্যান্য ব্যক্তিদের কাছে পৌচেদেওয়ার জন্য

    Reply

    • Posted by imti24 on July 30, 2010 at 10:30 am

      আপনার চেষ্টা আল্লাহ কবুল করুক আমিন
      ধণ্যবাদ

      Reply

  3. Posted by Shofiul Azam on September 12, 2010 at 9:21 am

    These hadiths are so important for our life.So we have to follow it in our every day life.May Allah bless you guys .

    Reply

  4. good hadis.every muslim need this.

    Reply

  5. vary good. valo lag lo hadis para

    Reply

  6. Posted by Biplob on October 30, 2010 at 12:04 pm

    Very good.I like It.It is Oregnal Life.

    Reply

  7. ALLAH amader shakolke hedayet dan kruk, amin.

    Reply

  8. Posted by নাজমুল আহসান মুন্না on November 27, 2010 at 6:44 pm

    এই হাদিস গুলো এক সাথে পেয়ে খুবি উপক্রিত হলাম কিন্তু যদি হাদিস গুলো কথা পেলেন জানালে ভালো হত। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক আমিন।

    Reply

  9. Posted by Joynal Abedin on December 22, 2010 at 10:22 am

    Namaj is not a pray.

    Reply

  10. Posted by wahedul alam on January 2, 2011 at 2:18 pm

    Alhamdulela, apnor jonno ai hades golo janta parlam. allha apnaka aro toyphik dan. amin…

    Reply

  11. Posted by Anwar on March 6, 2011 at 11:34 am

    Masa allah! Allah apnar Nek hayat dan koruk. Aaamin

    Reply

  12. Posted by Anwar on March 6, 2011 at 11:37 am

    Khub sundor abong janar besy Ami manar sesta korbo inso allah.

    Reply

  13. Posted by hridoyakash on March 19, 2011 at 11:13 am

    নবী করিম (সাঃ) বলেছেন- গরীব লোক ধনবান লোকদের চাইতে ৫০০ বৎসর আগে বেহেস্তে যাইবে , এই কথা কি আপনি বিশ্বাস করে গরীব আছেন ? না সবসময় ধনী হওয়ার চেষ্টায় আছেন?

    Reply

    • Posted by imti24 on March 21, 2011 at 8:59 am

      আমি আসলে ধনী বা গরীব কোনটাই হবার চেষ্টাতে নাই … রিজিকের ব্যাপারটা ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি আর চেষ্টা ক রছি হালাল রুজির সন্ধান করার… সেটা আল্টিমেটলি কোথায় নিয়ে যায় আল্লাহ ভাল জানেন

      Reply

      • আল্লাহ আপনার সাথে থাকবে …… আমিন

      • Posted by imti on July 21, 2013 at 4:25 am

        অনেক দামী দোয়া করলেন, যা যা কাল্লাহ। আল্লাহ আপনার সাথেও থাকুন, আমিন

  14. Posted by Muneer on June 14, 2011 at 3:13 am

    ar teke uttam nosihat ar kisui hote pare na.

    Reply

    • Posted by imti24 on June 14, 2011 at 4:41 am

      onek dhonnobad apnar motamoter jono ..allah amader ei sob uttom nosihot mene cholar toufic din amin

      Reply

  15. Posted by Mosharaf on June 21, 2011 at 11:21 am

    Hadis guli pore onek valo laglo.onek kiso jante parlam.thanks vai.

    Reply

  16. we should have used these had-id in our life.

    Bogra
    Bangladesh

    Reply

  17. Posted by ANOWARUL on July 8, 2011 at 12:10 pm

    hadis gulo jane onek upocrito holam,apnake onak donnobad

    Reply

  18. Posted by hadis on August 1, 2011 at 11:25 pm

    সুবহানআল্লাহ হি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম

    Reply

  19. Posted by fqyejul islam on August 11, 2011 at 10:20 am

    to mera dil hai

    Reply

  20. আলহামদুল্রিহা খু্ব ভ।ল লাগল উপকারে আসবে

    Reply

  21. আল হামদুল্লিহা খুব ভাল লাগল উপকারে আসবে

    Reply

  22. Posted by mohammad on October 10, 2011 at 5:14 pm

    shukria

    Reply

  23. Onek Valo laglo, are o hadis porte chai…….

    Reply

  24. মেনে চলতে পারলে উপকারে আসবে

    Reply

  25. Posted by Mohammed Arshadul alam. on April 29, 2012 at 12:44 pm

    Donnobad

    Reply

  26. jajakallah khaer

    Reply

  27. খুব ভাল
    href=”http://www.environmentaround.blogspot.com”>environment<a

    Reply

  28. Posted by shorna ahmed on August 6, 2012 at 2:16 pm

    thanks for giving this hadish,may allah bless u.i want to obey this in every moment.pls pray 4 me.

    Reply

  29. Posted by myeye on November 14, 2012 at 5:21 am

    আসসালামু আলাইকুম,
    আল্লাহ আপনার নেক নিয়ত কবুল করুন।

    তবে !
    সব গুল হাদিসের রেফারেন্স দিলে খুব ভাল হত।
    (যেমন: বুখারী হা: নং: ১২৩৪/মুসলিম হা: নং: ১২৩৪ ইত্যাদি…..)
    তাহলে আরও গ্রহনযোগ্যতা বারত।

    আশা করি কপি পেস্ট করবেন না ।
    জেনে বুঝে তারপর লিখবেন।

    প্রয়োজনে যোগাযোগ
    imran.sfilg@gmail.com

    Reply

  30. Posted by myeye on November 14, 2012 at 5:24 am

    ৩৭। নবী করিম (সাঃ) বলেছেন- যাহাদের চেহারা দেখিলেই আল্লাহর কথা স্মরন হয় তাহারই আল্লাহর ওলী।

    এই হাদিসটার কি রেফারেন্স দিতে পারবেন ?
    আমি ভাই খুজে পাচ্ছি না তাই।

    Reply

  31. Allah amader sobaike 40 hadis motabek cholar toufik dan korun.
    Ammen.

    Reply

  32. Posted by ashiq mohammed on March 29, 2013 at 5:02 pm

    really awesome for being a real muslim

    Reply

  33. Posted by ivee parvin on July 20, 2013 at 4:43 am

    pore khub bhalo laglo

    Reply

  34. Posted by mazharul hoque on August 4, 2013 at 11:19 pm

    হে আল্লাহ ,যে ভাইটির বিনিময় এ এই হাদিসগুলু জানতে পারলাম।উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।আমিন

    Reply

  35. Posted by Shael Miah on August 18, 2013 at 10:38 pm

    Thanks a lot

    Reply

  36. Posted by Mohammed Baitullah chowdhury on October 21, 2017 at 1:06 am

    আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ আপনার মাধ্যমে অনেক জীবন ঘনিষ্ট হাদিসমোবারাকা পেলাম,আল্রাহ আপনারক উত্তম প্রতিদান দান করুন আমিন

    Reply

  37. Posted by Mohammed Baitullah chowdhury on October 29, 2017 at 2:17 am

    Dara bahik Vabe porte ki korte hobe mane hadith 1 23456789

    Reply

Leave a reply to imti Cancel reply